Home » » জার্মানি স্টুডেন্ট ভিসা ২০২৫ (প্রসেসিং, যোগ্যতা, খরচ)

জার্মানি স্টুডেন্ট ভিসা ২০২৫ (প্রসেসিং, যোগ্যতা, খরচ)


জার্মানি স্টুডেন্ট ভিসা ২০২৫ (প্রসেসিং, যোগ্যতা, খরচ)



বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে জার্মানি একটি স্বপ্নের দেশ। উচ্চশিক্ষা অর্জনের জন্য ইউরোপের শিল্প উন্নত এই দেশে অনেকে যেতে চায়। ইউরোপের এই দেশে যেতে আগ্রহী শিক্ষার্থীদের জার্মানি স্টুডেন্ট ভিসা প্রসেসিং সম্পর্কে জানতে হয়।

ইউরোপের এই দেশের অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থা বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের আকৃষ্ট করে থাকে। এই দেশে সম্পূর্ণ ফ্রিতে শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারে। এই দেশে শ্রমিকের সংকট থাকার কারণে শিক্ষার্থীরা পার্টটাইম (সপ্তাহে ২০ ঘন্টা) কাজ করতে পারে।

জার্মানিতে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন বাস্তবে রূপ দিতে শিক্ষার্থীদের জার্মানি স্টুডেন্ট ভিসা প্রসেসিং সম্পর্কে জানতে হবে। এছাড়া জার্মানিতে স্টুডেন্ট ভিসা যোগ্যতা ও খরচ সম্পর্কে ধারণা রাখতে হবে।

আরও পড়ুন:

জার্মানি স্টুডেন্ট ভিসা প্রসেসিং

জার্মানি স্টুডেন্ট ভিসা আবেদন করার পূর্বে ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হয়। এজন্য জার্মানি ইমিগ্রেশন ওয়েবসাইট ভিজিট করে স্টুডেন্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের চেকলিস্ট একবার দেখে নিতে পারেন।

জার্মানি স্টুডেন্ট ভিসা পাওয়া তুলনামূলক কঠিন হয়ে থাকে। কারণ এই ভিসা পাওয়ার যোগ্যতা অর্জন করার জন্য শিক্ষার্থীদের একাউন্টে বড় পরিমাণ টাকা ব্লক মানি হিসেবে দেখাতে হয়। জার্মানি স্টুডেন্ট ভিসা প্রসেসিং তুলনামূলক দীর্ঘ ও জটিল।

চেক লিস্ট অনুযায়ী ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের দুই সেট রেডি রাখতে হবে। অনলাইনে জার্মানি স্টুডেন্ট ভিসার আবেদন করা যায়। তবে কেউ চাইলে সরাসরি এম্বাসিতে গিয়ে ভিসা আবেদন করতে পারে।

অনাকাঙ্ক্ষিত ঝামেলায় এড়াতে অনেকে ভিসা কনসালটেন্সি সার্ভিস নিয়ে থাকে। নির্দিষ্ট ফি এর বিনিময়ে এজেন্সি যাবতীয় সাপোর্ট দিয়ে থাকে। জার্মানি স্টুডেন্ট ভিসা আবেদন করার পর এম্বাসিতে গিয়ে ইন্টারভিউ ফেস করতে হয়।র্


জার্মানিতে স্টুডেন্ট ভিসা যোগ্যতা

উন্নতমানের শিক্ষা ব্যবস্থার কারণে বিভিন্ন দেশ থেকে অনেক শিক্ষার্থী এই দেশে উচ্চ শিক্ষা অর্জনের জন্য যেতে চায়‌। পড়াশোনার উদ্দেশ্যে ইউরোপের এই উন্নত দেশে যেতে ভিসা প্রয়োজন। জার্মানি স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য শিক্ষার্থীদের যোগ্যতা থাকা আবশ্যক।


  • বৈধ পাসপোর্ট
  • এডমিশন লেটার
  • একাডেমিক সার্টিফিকেট
  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট
  • ভাষা দক্ষতার সার্টিফিকেট (জার্মানি কিংবা ইংরেজি)
  • ফাইন্যান্সিয়াল সলভেন্সি ডকুমেন্ট
  • স্টাডি পরিকল্পনা
  • ব্লক মানি
  • ভিসা আবেদন ফি
  • স্বাস্থ্য বীমা
  • মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট
  • জাতীয় পরিচয় পত্র
  • ডিজিটাল জন্ম নিবন্ধন
  • পাসপোর্ট সাইজের ছবি

জার্মানিতে স্টুডেন্ট ভিসার খরচ কত?

বর্তমান বাংলাদেশ থেকে জার্মানিতে স্টুডেন্ট ভিসায় যেতে প্রায় ৫ লাখ টাকা থেকে ৭ লাখ টাকা লাগে। জার্মানিতে স্টুডেন্ট ভিসার খরচের মধ্যে রয়েছে; ভিসা আবেদন ফি, এজেন্সি ফি, বিমান টিকেট বুকিং, সার্টিফিকেট ভেরিফিকেশন খরচ, স্বাস্থ্য বীমা ইত্যাদি।


জার্মানিতে স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে শিক্ষার্থীদের বড় একটা এমাউন্ট ব্লক মানি হিসেবে জার্মানির ব্যাংকে রাখতে হয়। কেউ যদি নিজে নিজে জার্মানি স্টুডেন্ট ভিসা প্রসেসিং করে তাহলে ভিসা খরচ অনেক কম হবে। তবে এজেন্সি দিয়ে জার্মানি স্টুডেন্ট ভিসা প্রসেসিং করলে খরচ তুলনামূলক অনেক বেশি হবে।

FAQs

জার্মানি স্টুডেন্ট ভিসা প্রসেসিং টাইম কত লাগে?

জার্মানি স্টুডেন্ট ভিসা প্রসেসিং টাইম ৬-১২ সপ্তাহ লাগে।

জার্মানি যেতে শিক্ষার্থীদের কত টাকা ব্লক মানি লাগে?

বর্তমান জার্মানি যেতে শিক্ষার্থীদের প্রায় ১১,৯০৪ ইউরো ব্লক মানি হিসেবে রাখতে হয়।

জার্মানি যেতে কত আইইএলটিএস স্কোর লাগে?

জার্মানির অধিকাংশ বিশ্ববিদ্যালয় আইইএলটিএস স্কোর ৬.৫ গ্রহণ করে থাকে। তবে কিছু কিছু বিশ্ববিদ্যালয় ৬.০  গ্রহণ করে থাকে।

জার্মানি স্টুডেন্ট ভিসা আবেদন ফি কত?

জার্মানিতে পড়াশোনার উদ্দেশ্যে যেতে শিক্ষার্থীদের ভিসা আবেদন ফি ৭৫ ইউরো লাগে।

0 Comments:

Post a Comment

Featured Post

Ukraine war briefing: Trump says US looking at providing Kyiv with more Patriot missiles

 26-06-2025 Ukraine war briefing: Trump says US looking at providing Kyiv with more Patriot missiles President’s comments follow meeting wit...

Popular Posts

GENRES

Subscribe Us

 
Created By Jaaj Multimedia | Distributed By Jaaj Multimedia